সহজ করা হলো ব্রিটেনের অভ্যন্তরে হলিডে
মো: রেজাউল করিম মৃধা :
ব্রিটেন কভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ন্ত্রে আসায় সরকার ধারাবাহিক ভাবে লক ডাউন শিথিল করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সোমবার থেকে ব্রিটেনের অভ্যন্তরে হলি ডে’র বিষয়টি আরো সহজ হচ্ছে। তবে মেনে চলতে হবে সরকারি সব নিয়মনীতি।
২৪শে মে থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আইল্যান্ডের মধ্য যাতায়াত সহজ করে যেসব নিয়ম বেঁধে দেওয়া হয়েছে :
হলি ডে যেয়ে হোটেলে, সমুদ্রের ধারে বাসাবাড়ি ভাড়া নেওয়া, ক্যারাবেন, বোর্ট ভাড়া করে থাকতে পারবেন। সাথে বারবাকিউ পার্টিও করতে পারবেন।
৬ জন এক সাথে পিকনিক অথবা একত্রিত হতে পারবেন। অন্য বাসায় বেড়াতে যেতে পারবেন।আত্বীয় স্বজনের সাথে দেখা করতে পারবেন।
প্রয়োজনে আত্বীয়ের বাসায় বেড়াতে এবং রাত্রী যাপন করতে পারবেন।
হলি ডে যাওয়ার আগে অবশ্যই আপনাকে করোনা ভাইরাস টেস্ট করে যেতে হবে। করোনা পজেটিভ হলে অবশ্যই বাসায় থাকবেন। হলি ডে থেকে বিরত থাকবেন।
করোনায় ঝুঁকি পূর্ন এলাকায় হলি ডে না যাওয়ার জন্য সরকারি নিষেধ রয়েছে। সেই সব স্থানে নি যাওয়া।
ইতিমধ্যে স্কটল্যান্ড থেকে ব্যাডফোর্ড, বল্টন, ব্লাকবর্ন এবং ডারউইনে যেতে সরকারি নিষেধ রয়েছে।
যে সব এলাকায় ইন্ডিয়ান ভারিয়্যান্টের প্রকট রয়েছে সেই সব এলাকায় হলি ডে না যেতে বলা হচ্ছে।
হলি ডে সহজ হচ্ছে তবে সরকারি নিয়মনীতি মেনে হলি ডে উৎযাপন করুন। নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখতে সহযোগিতা করুন।