ফিলিস্তিন পতাকা হাতে নেওয়ায় শাস্তির মুখোমুখি ব্রিটিশ স্কুলছাত্ররা
পোস্ট ডেস্ক :
সম্প্রতি গাজার স্কুলে ইসরাইলের বর্বর হামলায় স্কুলশিক্ষার্থীসহ নিরপরাধ শিশুদের নির্বিচারে হত্যার দায়ে যুক্তরাজ্যের স্কুলে ফিলিস্তিনের পতাকা হাতে শোক মিছিল করে সমবেদনা জানানোর ঘটনায় শাস্তির মুখোমুখি হতে হচ্ছে শিক্ষার্থীদের।
অনেক শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ, স্কুল থেকে বের করে দেওয়া এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তারা গণমাধ্যমকে জানিয়েছে। খবর মিডলইস্ট আইয়ের।
স্কুল কর্তৃপক্ষ বলছে, এ ধরনের কার্যকলাপ স্কুলের বিধিমালার পরিপন্থী। তাই এখন থেকে কেউ ফিলিস্তিনের পতাকা বা তাদের পক্ষে লেখা কোনো প্ল্যাকার্ড বহন করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
নাম প্রকাশ না করার শর্তে, বার্কিংহ্যাম, লিডস, ম্যানচেস্টার ও রোচডেলেসহ লন্ডনের বিভিন্ন এলাকার স্কুলশিক্ষক ও শিক্ষার্থীরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।