ব্রিটেনে নতুন করোনায় আক্রান্তের ৭৫ ভাগ ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট- ম্যাথ হ্যানকক
মো: রেজাউল করিম মৃধা :
ব্রিটেনে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের শতকরা ৭৫ ভাগই ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট বলে মত ব্যাক্ত করেছেন হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যানকক। তিনি বলেন,” ব্রিটেনে বর্তমানে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রনে আছে তবে নতুন করে ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট আসাতে আমাদের কে আবারো শতর্কতার মধ্যে ফেলেছে। নতুন আক্রান্তের শতকরা ৭৫ ভাগই হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট আমাদের সকলকে এই করোনাভাইরাস থেকে সুরক্ষা থাকতে সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে”।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” লক ডাউন তুলে নেওয়ার পরিকল্পনা এখনো ঠিক আছে। আগামী ২১শে জুন লক ডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে। যদি নতুন করে কোন আঘাত না নতুন ভাইরাসের প্রাদূর্ভাব না ঘটে,”।
ব্রিটেনে ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট’র ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে সবার শীর্ষে ভল্টন এরপর ব্লাকবর্ন এছাড়াও রয়েছে কিরকলেস, ব্যাডফোর্ড, বার্নলে, লেইস্টার, হন্সলো এবং নর্থ ট্যাইনে সাইড।
এই সব এলাকার লোকদের যথা সম্ভব নিজ নিজ ঘরে থাকতে বলা হচ্ছে। সেই সাথে গেদারিং না করে এবং যত সম্ভব সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
তবে সবাইকে শতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যে সব এলাকায় করোনার প্রাদূর্ভাব আছে সেই এলাকার জনসাধারন কে আরো বেশী শতর্ক থাকার আহ্বান জানান। ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট নিয়ে আতংকে পুরো ব্রিটেন।