৩০শে জুনের পর ইইউ নাগরিকরা পাবেন না এনএইচএস’র ফ্রি চিকিৎসা
মো: রেজাউল করিম মৃধা :
৩০শে জুন ২০২১ এর মধ্যে যে সব ইউরোপিয়ান ইউনিয়নের ( ইইউ) নাগরিক যারা সেটেলমেন্ট হতে পারেননি সেই সব নাগরিকরা ব্রিটেনের এনএইচএস এর ফ্রি সেবা থেকে বঞ্চিত হবেন। সুত্র দি গার্ডিয়ান।
২০২০ সালের ৩১শে ডিসেম্বর ছিলো ইইউ নাগরিকদের ব্রিটেনে স্থায়ী হওয়ার আবেদনের শেষ সময়। সেই আবেদনে এ পর্যন্ত ৫.৪ মিলিয়ন ইইউ নাগরিকের সেটেল্টমেন্ট আবেদন মঞ্জুর হয়েছে। তারা ব্রিটেনে বসবাসসহ অন্যন্য সুযোগ গ্রহন করতে পারবেন। তবে আরো ৩ লাখ আবেদন এখনো যাছাই বাছাই চলছে। এই ৩ লাখের মধ্যে যাদের আবেদন উপযুক্ত প্রমাণের অভাবে গ্রহন যোগ্য হবে না সেই সব নাগরিক ব্রিটেনের এনএইচএস এর ফ্রি সেবা পাবেন না। তাদের চিকিৎসার জন্য অর্থ পরিশোধ করতে হবে।
৩০শে জুনের ৫ সপ্তাহ পূর্বে হোম অফিসের অফিসিয়াল ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছে। হোম অফিস আগামী ৫ সপ্তাহের মধ্যে পূর্ণ তালিকা নির্ধারণ করবে। যে সব আবেদন বিশেষ কারন বসত বাতিল হবে তারা শুধু এনএইচএস এর ফ্রি সেবাই নয় সেই সাথে বিভিন্ন বেনিফিট থেকেও বঞ্চিত হবেন।
কাজ করার ক্ষেত্রে নতুন নিয়মের আওতায় পড়তে হবে। ৭০ পয়েন্ট ভিত্তিতে যোগ্যতা অর্জন করে কাজ করতে হবে।