ছেলের যে ছবি পোস্ট করলেন বরিস বধূ ক্যারি সায়মন্ডস

Published: 30 May 2021

পোস্ট ডেস্ক :

বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার আগে ছেলে উইলফ্রেডের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি সায়মন্ডস। উইলফ্রেডের বয়স এক বছর পূর্ণ হয়েছে গত মাসে। পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, উইলফ্রেড অপরাজিতা ফুলের এক বাগানের মাঝে বসে আছে। পিতা বরিস জনসনের মতো স্বর্ণালী চুল তার মাথায়। তার জন্মের এক বছর পরে পিতা বরিস জনসন ও মা ক্যারি সায়মন্ডস শনিবার গোপনীয় এক অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্রিটেনের ইতিহাসে ১৯৯ বছরের মধ্যে এটাই প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিয়ে। ডেইলি মেইল লিখেছে, ক্যারি সায়মন্ডস ছেলের যে ছবি পোস্ট করেছেন তাতে তার পরনে একটি কার্ডিগান। মোজায় নেভি স্ট্রিপ দেয়া।

উইলফ্রেডের প্রিয় গান ‘ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম’।