সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ জাতি ও রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি হয়েও সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর নাম হলো শ্রমিক সমাজ। অথচ শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা ঘুরে। শ্রমিকরা দেশের বিশাল জনগোষ্ঠী হলেও তাদের মাঝে নৈতিকতার সমন্বয় ও ঐক্যবদ্ধ প্রয়াস না থাকায় তারা ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দিকভ্রান্ত ও দ্বিধাবিভক্ত শ্রমিক সমাজকে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য গড়ে তুলতে হবে। ইনসাফ পূর্ণ সমাজ ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। একটি আদর্শভিত্তিক শ্রমিক আন্দোলন শুধু একটি এলাকা নয়, গোটা সমাজকে আলোকিত করে। তাই শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর কার্যকরি পরিষদের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে, সেক্রেটারী এডভোকেট ইয়াসীন খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি ফারুকুজজামান খান, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল্লাহ, অফিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান ফয়সাল, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, পাঠাগার সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, রাশিদ আহমদ চৌধুরী, ইকবাল হোসেন, শওকত হোসেন জিম্মাদার, আব্দুস সাত্তার মুন্না, আব্দুল বাছিত বাছন, আকবর হোসেন, বেলাল হোসেন, আব্দুল বারি, নাজমুল ইসলাম ও আবু বকর প্রমুখ।