বলসোনারোর বিরুদ্ধে ব্রাজিলের ২০০ শহরে বিক্ষোভ

Published: 30 May 2021

পোস্ট ডেস্ক :


কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে সমগ্র ব্রাজিলজুড়ে বিক্ষোভ হয়েছে। রোববার অন্তত ২০০টি শহরে এ বিক্ষোভ চলেছে। বিক্ষোভ থেকে সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। এরমধ্যে আছে, আরো ভ্যাকসিন নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, বিনামূল্যে শিক্ষা নিশ্চিত এবং মহামারি সামলাতে ব্যর্থতার দায় স্বীকার করা।
এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশটিতে ১ কোটি ৬৪ লাখ মানুষের কোভিড শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৬১ হাজার জন। তারপরেও দেশটির প্রেসিডেন্ট কোনো ধরণের স্বাস্থ্যবিধি আরোপের বিরুদ্ধে। আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসার পরেও তিনি কোভিড নিয়ে বিশেষ ব্যবস্থার বিরুদ্ধে।
২৩শে মে তিনি রিও ডি জেনেরিওতে এক সমাবেশে বলেন, কোনো ধরণের বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়াই গভর্নর ও মেয়ররা কারফিউ জারি করছেন। আমরা সব কড়াকড়ি তুলে নেবো এবং আপনাদের স্বাধীনতা নিশ্চিত করবো।