নবীগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা

Published: 31 May 2021

নবীগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার হোসেনপুরে নিজ বাড়ির নির্মাণাধীন একটি ঘরের পেছন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মিরাজ মিয়া (৩২)। তিনি হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন ঘরটির পেছনে মিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহীনুর আলম জানান, মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের দুই সদস্যকে থানায় আনা হয়েছে।