নবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের ঘরবাড়ি পরিদর্শনে বামজোট নেতৃবৃন্দ

Published: 4 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে প্রতিপক্ষের লাগিয়ে দেয়া আগুনে ১৪টি পরিবারের ভস্মীভূত ঘর-বাড়ি পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা গণতান্ত্রিক বামজোট নেতৃবৃন্দ। ওই সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন ও তাদের দুঃখ-দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ উক্ত ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনার তদন্তসাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবী জানান।

গতকাল শুক্রবার (৪ জুন) বিকেলে বামজোটের সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্ময়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ নেতা এডভোকেট জিলু মিয়া, ডাঃ সুনীল রায়, বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলাম, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান ও স্থানীয় রইছগঞ্জ বাজারের সভাপতি বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুল আওয়াল। উল্লেখ্য, গত ৩০ মে নবীগঞ্জে নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের