কঙ্গোয় ৫৭ জনকে হত্যা করেছে এডিএফ সদস্যরা: জাতিসংঘ

Published: 4 June 2021

পোস্ট ডেস্ক :


অন্তত ৫৭ বেসামরিক মানুষকে হত্যা করেছে ডিআর কঙ্গোর এলাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা। শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, গত ৩১শে মে এই হত্যাযজ্ঞ সংগঠিত করে সশস্ত্র গোষ্ঠীটি। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, ১৯৯০ সালের দিকে কঙ্গোর প্রতিবেশি রাষ্ট্র উগান্ডা থেকে এডিএফের আক্রমণে প্রায় ৬ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছিল। তারা এসে এই ইতুরিতে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করছিলেন। জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বেলোচ জেনেভায় সাংবাদিকদের বলেন, গত ৩১শে মে এসব উদ্বাস্তু শিবিরে আবারো হামলা চালায় এডিএফ। এতে ৫৭ বেসামরিক মানুষ নিহত হন।

আহত করা হয় বহুজনকে। ২৫ জনকে অপহরণ করে নিয়ে গেছে এডিএফ সদস্যরা। চলে যাওয়ার আগে সেখানে অন্তত ৭০টি বাড়ি ও দোকান জ্বালিয়ে দিয়েছে তারা।