হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

Published: 7 June 2021

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃষ্ণা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষ্ণা গোপায়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

তার পরিবারের লোকজন জানায়, সকালে ঘরে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে অসতর্কতায় বৈদ্যুতিক তারে হাত দেয় তৃষ্ণা। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের

লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ দাশ।