বিয়ানীবাজারে শহিদ মনু মিয়া দিবস পালিত

Published: 7 June 2021

সিলেট অফিস :


যথাযোগ্য মর্যাদায় বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন শহিদ মনুমিয়া দিবস পালন করা হয়েছে । এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
দুপুর সাড়ে ১২টায় শহিদ মনুমিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক খালেদ জাফরীর নেতৃত্বে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে স্মৃতি পরিষদ । এ সময় পরিষদের অন্যান্য সদস্যের মধ্যে শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালিক ফারুক, আজিজুস সামাদ শামীম, অধ্যাপক প্রিয়তোষ চক্রবর্তী, অধ্যাপক ফয়সল আহমদ, কবি ওয়ালী মাহমুদ, সাংবাদিক আবদুল ওয়াদুদ, সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, সাংবাদিক আহমেদ ফয়সাল শাহাবুদ্দিন মৌলা, লেখক ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর পর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া উপজেলা সাংস্কৃতিক কমান্ড এবং নয়াগ্রাম নবীন সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন ।
বাদ জোহর নয়াগ্রাম জামে মসজিদে মনুমিয়া সহ ৭ জুন ১৯৬৬ সালে জীবনোৎসর্গকারী শহিদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে ৭ জুন যথোচিত মর্যাদায় পালন করায় ‘শহিদ মনুমিয়া স্মৃতি পরিষদ ‘ এর পক্ষ থেকে সভাপতি মো আলী আহমদ এবং সাধারণ সম্পাদক খালেদ জাফরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
উল্লেখ্য, বাঙালির মুক্তির সনদ ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ মনুমিয়া বিয়ানীবাজারের বীর সন্তান। ১৯৬৬ সালের ৭ জুন তিনি ঢাকার তেজগাঁও এ হরতাল চলাকালে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন।
২০১৭ সালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে মনুমিয়ার বসতবাড়িতে ( নয়াগ্রাম, বিয়ানীবাজার পৌরসভা) মনুমিয়ার স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ করা হয় হয়।