বামজোট নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সিটি কর্পোরেশন কর্র্তৃক বামজোট নেতৃবৃন্দ বাসদ নেতা যথাক্রমে আবু জাফর, প্রনব জ্যোতি পাল, জোবায়ের চৌধুরী সুমন সহ ব্যাটারী চালিত অটো রিক্সার দুইশতাধিক শ্রমিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে ১৪টি পরিবারের ঘর-বাড়ি লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অপরাধীদের খুজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হবিগঞ্জ জেলা বামজোট স্থানীয় আর.ডি হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, সিপিবি নেতা এডভোকেট মুখলেছুর রহমান, চৌধুরী মুহিবুর নুর ইমরান, ভুক্তভোগী নোয়াগাঁও গ্রামের নাগরিক মো: রাজু মিয়া, মো: কামাল মিয়া প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন হুমায়ুন খান, আহাদ মিয়া, বিষ্ণু সরকার, ঝন্টু সরকার, মো: সাজিদ মিয়া, মো: জামাল মিয়া, শ্রমিক নেতা সামছুর রহমান, ইসমাইল হোসেন মিন্টু, মো: সোহেল মিয়া, মো: কামাল মিয়া। সভায় বক্তাগণ অনতিবিলম্বে বামজোট নেতৃবৃন্দ সহ শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং নোয়াগাঁও গ্রামের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য দায়ী অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং বলেন, শ্রমজীবি গরিব মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে প্রতিহত করতে হবে। জেলার সকল দেশপ্রেমিক ও বিবেগবান মানুষদের ভুক্তভোগী পরিবারের পাশে থাকারও আহ্ববান জানান। নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পূনর্বাসন করার অনুরোধ জানান।