রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু
বিশেষ সংবাদদাতা, ঢাকা :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে ও বাকি ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়া ৫ জনের বাড়ি রাজশাহী ও ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আজ সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ইউনিটে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ জন রাজশাহীর, ৯ জন চাঁপাইবাবগঞ্জের, নওগাঁর ৩ জন, মেহেরপুর, চুয়াডাঙ্গার একজন করে রোগী ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৯৯টি। করোনা শনাক্তের হার ৪০ শতাংশ।
এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৭৭ জন।