খুলনা মেডিকেল কলেজ ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু
বিশেষ সংবাদদাতা :
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই সাতজনের মৃত্যু হয়। মৃতরা সবাই কোভিড-১৯ পজিটিভ ছিলেন।
করোনা ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার বলেন, করোনায় মৃত সাতজনের মধ্যে তিনজনের বাড়ি খুলনায়। বাকিদের মধ্যে দুজনের বাড়ি বাগেরহাটে, একজনের যশোর ও একজনের ঝিনাইদহে।
সর্বশেষ তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে ১২৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৮১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।