পুতিনের সঙ্গে দেখা করবেন বাইডেন
পোস্ট ডেস্ক :
প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে জো বাইডেন যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বমঞ্চে উপস্থিত করবেন। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সময়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যে দূরত্বের সৃষ্টি হয়েছিল তা কমিয়ে আনার চেষ্টা করবেন তিনি। একইসঙ্গে বিশ্বজুড়ে বাড়তে থাকা কর্তৃত্বপরায়ণতাকে দমাতে গণতন্ত্রকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। ৮ দিনের এই সফরে তিনি প্রদর্শনের চেষ্টা করবেন যে, কোভিড মহামারি পরবর্তী সময়ে চীনের সঙ্গে অর্থনৈতিক প্রতিযোগিতায় ভালোভাবেই টিকে থাকবে যুক্তরাষ্ট্র।
এই সফরে বাইডেন দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বাইডেন নিশ্চিত করতে চাইবেন, যাতে ইউরোপীয় রাষ্ট্রগুলো আবারো যুক্তরাষ্ট্রকে একটি ভরসাযোগ্য মিত্র হিসেবে ভাবতে শুরু করে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পূর্বাঞ্চলীয় ফ্রন্ট ও ইন্টারনেট যুদ্ধক্ষেত্রে ইউরোপের পাশে থাকার প্রতিশ্রুতি দেবেন বাইডেন। এই সফর নির্দিষ্ট কোনো পদক্ষেপ বা চুক্তির জন্য গুরুত্বপূর্ন নয়। এই সফর হতে চলেছে পুরো বিশ্বের জন্য একটি বার্তা।
বুধবার বৃটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন বাইডেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, এই সফর জো বাইডেনের পররাষ্ট্র নীতিকে এগিয়ে নিয়ে যাবে। চলমান বিশ্বের কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গণতান্ত্রিক শক্তিগুলোকে এক কাতারে আনতেই এই সফর।