শিক্ষকদের সহযোগিতায় ব্রিটিশ সরকারের ৪শ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

Published: 10 June 2021

মো: রেজাউল করিম মৃধা :

শিক্ষাকে প্রসারিত করতে ব্রিটিশ সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এই কঠিন মহামারির সময়ে শিক্ষা কার্যক্রম অব্যহত রেখেছে কখনো অন লাইনে এবং কখনো সরাসরি ক্লাসে। যতই প্রতিকূলত আসুক শিক্ষার যেন ব্যাঘাত না ঘটে সেজন্য ব্রিটিশ সরকার সদা তৎপর।

শিক্ষা অগ্রগতি সমুন্নত রাখতে ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে ব্রিটেনে ছাত্রদের সমর্থনে বিভিন্ন ধরনের অনুদান , ফ্রি স্কুল মিল, স্টুডেন্ট লোন সহজীকরন করার পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে সরকার।

শিক্ষা সমুন্নত রাখতে শিক্ষকদের সহায়তা করতে চান ব্রিটিশ সরকার। শিক্ষা সচিব গেভিন উইলিয়ামসন বলেন,” করোনা মহামারি সহ বছরগুলিতে যাঁরা কাজ করছেন তাদের পেশাদারিত্ব বিকাশের পাশাপাশি দেশজুড়ে অর্ধ মিলিয়ন শিক্ষক প্রশিক্ষণের সুযোগ সরবরাহ করতে সহায়তার জন্য অতিরিক্ত ৪০০ মিলিয়ন পাউন্ড সরবরাহ করা হবে”।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” আরও কিছু তহবিল বা অর্থ ট্র্যাক থেকে নেমে আসতে চলেছে, তবে ভুলে যাবেন না যে এটি আমাদের যে ব্যয় করছে খুব বেশি পরিমাণে। কিন্তু শিক্ষকরা সুস্থ্য এবং স্বাবলম্বী না থাকলে ছাত্র/ ছাত্রীদের কিভাবে শিক্ষা দেবে তাই তাদেরকে অর্থনৈতিক ভাবে আরো সহযোগিতা করতে ৪০০ মিলিয়ন অতিরিক্ত বরাদ্দ দেওয়া হচ্ছে,”।

উইলিয়ামসন আরো বলেন,” নিশ্চিত করতে হবে শিক্ষকদের যেন তারা সবাই উচ্চমানের প্রশিক্ষণ নিতে পারে। তবে প্রতি শিক্ষকের জন্য ৪০০ মিলিয়ন কতটা কাজ করবে তা দেখার বিষয়। তবে আমাদের শিক্ষকদের বিনিয়োগের মাধ্যমে আমরা কেবল তাদের মধ্যেই বিনিয়োগ করি না প্রতি ক্লাসে প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনিয়োগ করি যাতে ভবিষ্যত ব্রিটেন হবে আরো সুশিক্ষিত আরো সম্বৃদ্ধ।