ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু

Published: 12 June 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা :


ঢাকা-আরিচা মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অ্যাম্বুলেন্সের চালক। শনিবার সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুল আলিম (২৫) ও একই উপজেলার ছোট শাকরাইল গ্রামের দিনেশ হালদারের পুত্র দিপু হালদার (২৬)। এরা দুইজন ঢাকা যাচ্ছিলেন।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত দুই যুবক মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যশোর গামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অ্যাম্বুলেন্সের চালক।
মহদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, আব্দুল আলিম ঢাকার আড়ং ও দিপু হালদার ঢাকার তাতী বাজারে স্বর্ণের দোকানে কাজ করতেন।