স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মসমর্পণ

Published: 13 June 2021

হবিগঞ্জ সংবাদদাতা :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মেহেরপুর গ্রামে শনিবার (১২ জুন) দুপুরে এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী নিপা আক্তার(২৩)-কে প্রতিবেশীরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পাষন্ড স্বামী ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে হারুন মিয়া (২৬) ধর্মঘর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পন করে।

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ চন্দ্র হারুন মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।

জানা গেছে, প্রায় ৬ বছর বিজয়নগর উপজেলার বড়চাল গ্রামের ফিরোজ মিয়ার কন্যা নিপা আক্তার ও মেহেরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হারুন মিয়া চট্রগ্রামে কর্মরত অবস্থায় পরষ্পর পরিচিত হয়ে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাদের সংসারে একটি ছেলেসন্তান জন্ম হয়।

পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। স্বামীর অভিযোগ- নিপা আক্তার প্রায়ই বাড় থেকে স্বামীকে না জানিয়ে চলে যান। ঘটনার দিনও নিপা বাড়ি থেকে বের হয়ে যেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হারুন তার স্ত্রী নিপাকে হত্যার উদ্দেশ্য ধারালো দা দিয়ে ঘাড়ে কুপ মারেন।

এসময় নিপা মাটিলে লুটিয়ে পড়রে মৃত ভেবে স্বামী হারুন চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের কাছে আত্মসর্মপন করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে হারুন মিয়াকে আটক করেছে। পরবর্তি আইনি পদক্ষেপ নেওয়া হবে।