গ্যাসের দাম বাড়ানোর চক্রান্ত রুখে দাঁড়াও- হবিগঞ্জ কমিউনিস্ট পার্টি

Published: 26 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


১২ কেজি সিলিন্ডার গ্যাস ৮৪২ টাকায় দিতে হবে, গণশুনানীর নামে গ্যাসের দাম বাড়ানো চলবে না।

হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ অফিসে অনিয়ম-দূর্নীতি ও হয়রানী বন্ধ কর। হবিগঞ্জ শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন কর- উল্লেখিত দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্থানীয় খোয়াইব্রীজ পয়েন্টে  ২৬ জুন শনিবার বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন- সিপিবি নেতা জেলা বারের সিনিয়র আইনজীবী এড. মুখলেছুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এড. রনধীর দাশ। দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা বাসদ নেতা এড, জুনায়েদ আহমেদ। উপস্থিত ছিলেন- সিপিবি নেতা আজমান আহমেদ, সামছু মিয়া, বিষ্ণু সরকার, জন্টু সরকার, উদীচী নেতা মাসুদ পারভেজ, জয়দ্বীপ সাহা, মোঃ কাজল মিয়া, মোঃ আলী হোসেন, শৈলেন সরকার, রফিকুল ইসলাম, সুজিত দাশ, অলক দাশ প্রমুখ।

বক্তাগণ সরকারের রাষ্ট্র পরিচালনায় ভুলনীতি ও স্বজনপ্রীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন- দূর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কার্যত দৃশ্যমান কঠোর ব্যবস্থা দেখা যাচ্ছে না। দেশের মালিক জনগণ আজ অধিকার হারা। অফিস আদালতে জনগণ সম্মান পায় না। অটোরিক্সা, ভ্যান বন্ধ করার ষড়যন্ত্র চলছে। ৫০ লক্ষ পরিবারের সদস্যদের বেকার করে সরকার কাদেরকে খুশি করতে চায়। তাই সকল পেশার শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাবি আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য বামপন্থী শক্তি কমিউনিস্ট পার্টির পতাকাতলে সবাইকে সমবেত হওয়ার আহবান জানান।