জুড়ীতে প্রশাসনের গাড়ী দেখে তাদের দৌড়াদৌড়ি, অতঃপর গুনলেন জরিমানা

Published: 30 June 2021

জুড়ী প্রতিনিধি :

প্রশাসনের গাড়ী দেখলেই দৌড়াদৌড়ি শুরু করে মানুষ।শুরু হয় দোকানের সাটার ফেলার হুড়াহুড়ি।

 

করোনা ভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি হচ্ছে।আগামীকাল ১ লা জুলাই থেকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।কিন্তু এখনও মৌলভীবাজারের জুড়ীতে স্বাস্থ্য বিধি মানতে নারাজ অনেকেই।প্রশাসন প্রতিদিন মাঠে আইন অমান্যকারিদের বিরুদ্ধে জরিমানা আরোপ করে আদায় করছে।তারপর ও মানুষের মধ্যে করোনার ভয়ভীতি কাজ করছেনা।

 

সরকার বিধি নিষেধ যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী কে কাজ করার নির্দেশ প্রদান করেছে।বুধবার(৩০ শে জুন)করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় করা হয়। উপজেলা শহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।

 

অভিযানে বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য সহ বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ৯ টি মামলায় ৩৬০০/- তিন হাজার ছয়শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।