শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে ব্রিটেনে প্রবেশের কড়াকড়ি

Published: 27 July 2021

পোস্ট ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল হতে যাচ্ছে। দেশটির বিমানবন্দরের একজন শীর্ষ নির্বাহীর বরাত দিয়ে লন্ডনভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্রিটেনে প্রবেশের পর কোয়ারেন্টিন থেকে ছাড় পাওয়ার সুযোগও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। এ নিয়ে এক সরকারি কর্মকর্তা বলেন, সবকিছু সঠিকভাবে ভারসাম্যপূর্ণ হয়েছে। এরফলে ব্রিটেনের পর্যটন খাত লাভবান হবে এবং বিদেশিদের ভ্রমণের জন্য দেশটি উন্মুক্ত হবে।

নতুন তৈরি করা ‘অ্যাম্বার প্লাস’ তালিকা থেকে ফ্রান্সকে বাদ দেয়ার চেষ্টা করছেন ব্রিটিশ মন্ত্রীরা। এ তালিকায় থাকা দেশগুলো থেকে আসাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ব্রিটেন। তবে দেশটি আশা করছে, ফ্রান্স কোভিডের বেটা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে ফ্রান্সের ইউরোপ মন্ত্রী লা দ্রিয়ান বলেন, অ্যাম্বার প্লাস তালিকায় ফ্রান্সকে রাখার যৌক্তিকতা নেই। উত্তরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা নিয়মিত সিদ্ধান্ত পর্যালোচনা করছেন।

এ সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে আসাদের সবার জন্যই কোয়ারেন্টিক বাধ্যতামূলক থাকছে নাকি শুধু ভ্যাকসিন নেননি যারা তাদের জন্য থাকছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য কোয়ারেন্টিন নিয়ে কড়াকড়ি বাতিল সহজ হবে কারণ এখানে দেশগুলো নাগরিকদের ‘ডিজিটাল হেলথ পাস’ প্রদান করছে। তবে মার্কিন ভ্রমণকারীদের জন্য এটি বেশ জটিল। কারণ সেখানে বেশিরভাগই কাগজভিত্তিক পাস প্রদান করা হয়েছে।