বড়লেখায় ২০ বোতল ভারতীয় মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published: 10 October 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার চিহ্নিত মাদক ব্যবসায়ী শংকর চন্দ্র দাসকে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ পুলিশ গ্রেফতার করেছে। রোববার সকালে উপজেলার দাসেরবাজার ইউপির লঘাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লঘাটি গ্রামের মৃত নবকুমার দাসের ছেলে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক হযরত আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লঘাটি গ্রামে শংকর চন্দ্র দাসের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শংকরের স্ত্রী অনিতা রানী দাস (৩৫) পালিয়ে যায়। এসময় পুলিশ ২০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ শংকর চন্দ্র দাসকে আটক করে।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শংকর চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ও তার স্ত্রী অভিনব কায়দায় মদ বিক্রি করতো। রোববার সকালে ২০ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে শংকরের স্ত্রী পালিয়ে যায়। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার শংকরকে কারাগারে পাঠানো হয়েছে।