মাধবপুর বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি ডাঃ দীপক মোদক আর নেই
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডাঃ দীপক মোদক (৭৫) আর নেই। মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মাধবপুর বাজারে নিজ বাসায় পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে. ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় নোয়াগাও পৌর শশ্মানে তাকে দাহ করা হয়। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, সাধারন সম্পাদক শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।