ইফতারে পরিযায়ী পাখি সাথে

Published: 18 April 2022

-শফি আহমেদ

স্রোতস্বিনী ছল ছল

চলছে অবিরল।

কী জানি কবে

পৌঁছবে সাগর পারে।

হাঁটি হাঁটি পা পা

আমি চলছি ধীরে ধীরে

মাহে রমজানে কেন্ট রোচেস্টারে

বনাণী তলায় ছোট্ট নদী তীরে।

 

ঘরে আয়েশা আপু

মেজবান ফাতেহা যতনে

ইফতার বানাবেন মনভরে

করবি কেয়া সব কিছু টাঁসা ঘরে

তারপরও যদি দুএক মাধবী লতা লাগে

আনসার আলী ছুটলেন বাজারে

আমি বেরিয়ে আসলাম এই ফাঁকে।

 

নদী তীরে কূঞ্জবিথি গাছে নিথুয়া পাতা

কূজন মুখর লগন আমি আর বসিনি একা

কুহূ কুহূ মুহূ মুহূ গান শুনি পাখির মুখে

ভাবছি দু একটি পাখী নিয়ে ফিরব ঘরে ইফতারে

তাই ইচ্ছা হল জানান দিব ঘরে

হঠাৎ মনে হল আজ আনোয়ার ও ঘরে

ফোনালাপের ঝড় তো বইবে

আটলান্টায় আম্বিয়া আর ফারজানার সাথে।

ভাবলাম দুটি কলি লেখে

জানান দেই তাজ ভাইর বাংলা পোস্টে

ইফতারে ফিরছি আমি ঘরে

দুটি পরিযায়ী পাখি সাথে।