কেন্ট নদীতীরে এক সকাল 

Published: 8 October 2023

শফি আহমেদ 

আনসার ফাতেহা দম্পতি

নতুন ঘরের বনানী তলে

রোচেস্টারে কেন্ট নদীতীরে আজ সকাল।

 

নদী’পরে রুপালি ঝিকিমিকি

তারোপরে নীলাম্বরী আকাশি ছায়া

মিতালি তাল মাতাল।

 

সাতসমুদ্র তীরে নদী ওপারে

সেই অপরূপা বাংলা রূপসী

এখানেও কী দেখি সেই

মনোহারি বউটুবানী প্রতিছবি

এই তো পুল বেয়ে যায় মালগাড়ী

আমিতো শুনছি হাঁকছে পানকৌড়ি

ও দিকে ঘরে বাগানে আয়েশা-ফাতেহা-আনোয়ার বনিতা মেতে উঠেছে বিলাতি চুড়োই আর কেনারি

বিলেতের নদীপারে মধুর মৃদু হাওয়ায়

মনেহয় গেয়ে যায় বাংলার বকপাল

কবে গেলো দুপুর হয়েতো গেলো বিকাল ।