ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধস, মৃত বেড়ে ২২৯
পোস্ট ডেস্ক :
ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এলাকায়। ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে বলে খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, দেশটিতে ভারী বর্ষণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গত সোমবার দেশটিতে এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গণমাধ্যমে মৃতের সংখ্যা উল্লেখ করা হয় ৫০ জন। কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করেছিলেন কেনচো শাচা গোজদি জেলার সরকারি কর্মকর্তা। এরপর থেকে জোরালো তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা। এতে সর্বশেষ তথ্যানুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।
হর্ন অব আফ্রিকার এই দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিধসের ঘটনা এটি। দুর্ঘটনা কবলিত অঞ্চলটিতে দ্রুত ত্রাণসহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
কেননা গত কয়েক দিনের ভারী বর্ষণে ওই অঞ্চলের রাস্তা ঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশ কিলোমিটার দূরের কেনচো এলাকাটি এই দুর্যোগের সম্মুখীন হয়। এলাকা দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানের মানুষ প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ১৪৮ পুরুষ ও ৮১ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইথিওপিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিশনের আগাম সতর্কতাবিষয়ক পরিচালক ফিরাওল বেকেলে বলেন, জীবিত ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জলবায়ু সংকটে ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ইথিওপিয়া সহ পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ। প্রচণ্ড খরা এবং আর্দ্রতার ফলে দেশটির ঋতু বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে গত নভেম্বর থেকে দক্ষিণ এবং পূর্ব ইথিওপিয়ায় অস্বাভাবিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। যাতে সেসময় প্লাবিত হয় ওই অঞ্চলগুলো এবং এতে কয়েক ডজন মানুষের মৃত্যু। এছাড়া সেসময় বাস্তুচ্যুত হয়েছিলেন বহু মানুষ।