ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ
পোস্ট ডেস্ক :
ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, সোমবার ভোরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে কিয়েভের শেভচেনকিভস্কি এলাকায়।
মেয়র ভিটালি ক্লিটসকো জানান, বিস্ফোরণে একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, কামিকেজ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
এক সপ্তাহ আগে ইউক্রেনজুড়ে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই ঘটনার পর এটিই বড় ধরনের হামলা। গত সপ্তাহের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে।
বিবিসির সাংবাদিক পল অ্যাডামস কিয়েভে রয়েছেন। তিনি বলেছেন, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিয়ে কিয়েভে বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে গেছে। সেখানকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনকে রুশ হামলা প্রতিহতে যত দ্রুত সম্ভব আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইয়ার্মাক।
আজকের ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।