জেলা পরিষদ নির্বাচন : ৩নং ওয়ার্ডে নাহিদ জয়ী
সিলেট অফিস :
সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে (ফেঞ্চুগঞ্জ) সদস্য পদে নাহিদ হাসান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়।
জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে নাহিদ হাসান চৌধুরী (ঘুড়ি মার্কা) তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল আউয়াল কয়েস (হাতি মার্কা), শহিদুর রহমান রোমান (তালা মার্কা) নিয়ে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ অনুষ্ঠানের ইভিএম পদ্ধতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটাররা।