পাকিস্তানি সাংবাদিককে কেনিয়ায় গুলি করে হত্যা

Published: 24 October 2022

পোস্ট ডেস্ক :


কেনিয়ায় গুলিতে আরশাদ শরীফ নামে এক পাকিস্তানি সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার স্ত্রী জাভেরিয়া সিদ্দিকী এক টুইটে বিষয়টি জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, ‘আজ আমি আমার বন্ধু, স্বামী ও আমার প্রিয় সাংবাদিকে (আরশাদ শরিফ) হারিয়েছি। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কেনিয়ায় গুলিবিদ্ধ হন।’

পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে ডন জানিয়েছে, কেনিয়ায় পাকিস্তানের হাইকমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা নাইরোবিতে পৌঁছেছেন। সেখানে তারা শরীফের লাশ শনাক্ত করেছেন।

শরীফ আগে পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই নিউজের সঙ্গে যুক্ত ছিলেন। চ্যানেল থেকে পদত্যাগের পর তিনি দুবাই চলে গিয়েছিলেন। শরিফ সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করতেন। তিনি একজন টেলিভিশন উপস্থাপকও ছিলেন।