মিয়ানমারে কনসার্টে বিমান হামলা, শিল্পীসহ নিহত ৮০

Published: 25 October 2022

পোস্ট ডেস্ক :


মিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। রোববার রাতে সেখানে আয়োজিত একটি কনসার্টে ওই হামলা চালানো হয়। এতে কনসার্টের প্রধান শিল্পীও নিহত হন। কাচিন জাতিগোষ্ঠীর প্রধান রাজনৈতিক সংগঠন কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশন ওই কনসার্টের আয়োজন করেছিল। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, মানবাধিকার গোষ্ঠীগুলো অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল যে মিয়ানমার সরকার তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বেসামরিক টার্গেটে আক্রমণ করছে। রোববারের এই ঘটনা এখন পর্যন্ত জান্তা সরকারের এবারের আমলের সবথেকে নৃশংস হামলা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকে অব্যাহত ভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।

মিয়ানমার সংকট নিয়ে ইন্দোনেশিয়ায় ২৭ অক্টোবর একটি শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে। এতে উপস্থিত থাকবেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।