লন্ডনের রাস্তায় গুলিতে ২ জন নিহত
পোস্ট ডেস্ক :
ব্রিটেনের পূর্ব লন্ডনের রাস্তায় গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় পুলিশ বলছে, গুলিতে নিহত ২ জনই পুরুষ। একজন ঘটনাস্থলেই, অপরজন উদ্ধারের কিছুক্ষণ পরে মারা যান। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতি সম্পর্কে অনুসন্ধান চলছে।