শস্য রপ্তানি করিডোরের সুরক্ষা চান জেলেনস্কি

Published: 2 November 2022

পোস্ট ডেস্ক :

Commercial vessels including vessels which are part of Black Sea grain deal wait to pass the Bosphorus strait off the shores of Yenikapi during a misty morning in Istanbul, Turkey, October 31, 2022. REUTERS/Umit Bektas

ইউক্রেনের শস্য রপ্তানি করিডোরকে ব্যাহত করার যেকোনো রাশিয়ান প্রচেষ্টার প্রতি বিশ্বকে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার রাতে একটি ভিডিওবার্তায় তিনি এ দাবি জানান। খবর আলজাজিরার।

তিনি বলেন, তুরস্ক এবং জাতিসংঘের কাজের জন্য ব্যবহৃত জাহাজগুলো এখনো কার্গোসহ ইউক্রেনীয় বন্দর থেকে সরে যাচ্ছে। কিন্তু শস্য করিডোরের জন্য একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা প্রয়োজন।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে যে, আমাদের খাদ্য রপ্তানি ব্যাহত করার যে কোনো পদক্ষেপের জন্য এটি বিশ্ব থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে।এখানে সমস্যাটি স্পষ্টভাবে লাখ লাখ মানুষের জীবন নিয়ে প্রশ্ন।

তাই রাশিয়ার বিষয় খাদ্য রপ্তানিতে বাধা না দিতে পারে সে বিষয় বিশ্ববাসীর দৃষ্টি আকার্ষণ করেছেন জেলেনস্কি।