গুলশানে গোলাগুলি, ভ্যানচালকসহ গুলিবিদ্ধ ২
পোস্ট ডেস্ক :
রাজধানীর গুলশান-১ নাম্বার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার বিকাল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ দুজন হলেন- ভ্যানচালক আব্দুর রহিম ও আমিনুল ইসলাম।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন ভ্যানচালক রয়েছেন। যিনি গুলি করেছেন তাকেসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোলাগুলির কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে।