জয়পুরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫
পোস্ট ডেস্ক :
জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন একজন। আজ সোমবার বেলা ১০টার দিকে ক্ষেতলালের মালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়পুরহাট থেকে অফিসে (ক্ষেতলাল) যাচ্ছিল তারা। পথেই বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে রয়েছেন সিএনজির চালক এবং চার যাত্রী। আরো একজন আহত হয়ে হাসপাতালে আছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।