ভারতে বাঘের সংখ্যা বেড়েছে ২০০

Published: 9 April 2023

পোস্ট ডেস্ক :


ভারতে বেড়েছে বাঘের সংখ্যা। ২০২২ সালে দেশটিতে বাঘের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ১৬৭টি। চার বছরে ভারতের ৫৪টি ব্যাঘ্র প্রকল্পে সবমিলিয়ে বাঘ বেড়েছে ২০০টি। ভারতের বাঘ সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে শুরু হওয়ায় ব্যাঘ্র প্রকল্প বা Project Tiger-র ৫০ বছর পূর্তি উপল্যক্ষে রোববার সকালে কর্নাটকের বান্দিপুর ও মধুমালাই ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে যান মোদি। কালো টুপি, খাকি প্যান্ট আর জলপাই রঙের টি-শার্ট। হাতে ধরা হাতাকাটা জ্যাকেট। আপাদ মস্তক জংলা পোশাকে সেজে জঙ্গলে ২০ কিমি ‘সাফারি’র পরই এদিন প্রধানমন্ত্রী মোদি দেশব্যাপী বাঘের বর্তমান সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেন।

একই সঙ্গে এদিন মোদি জানান ভারতে সিংহের সংখ্যাও বেড়েছে এবং দেশে এশিয়ার হাতির সংখ্যাও সর্বাধিক বলে জানান তিনি। এদিন বন্যপ্রাণীর চোরাশিকার ও চোরাচালান বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে International Big Cats Alliance বা IBCA নামে প্রকল্প চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী মোদি।

এদিন প্রথমে কর্ণাটকের চামরাজানগর জেলার বান্দিপুর ব্যাঘ্র প্রকল্পে জন নমো। জঙ্গল সাফারি শেষে সেখানে বনাধিকারী ও বনকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই পড়শি রাজ্য তামিলনাড়ুর মধুমালাই ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত থেপাক্কাডু কুনকি হাতির ক্যাম্পে যান তিনি। থেপাক্কাডু হাতি ক্যাম্পে নিজের হাতে হাতিকে খাইয়ে দিতে দেখা যায় তাকে। কথা বলেন ক্যাম্পের মাহুতদের সঙ্গে।

বাঘের সংখ্যাবৃদ্ধি নিয়ে কার্যতই উচ্ছ্বসিত ছিলেন মোদি। তিনি বলেন, আমরা সবাই আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী। প্রোজেক্ট টাইগারের ৫০ বছর হল। ভারত কেবল বাঘকেই রক্ষা করেনি, সব মিলিয়ে বাস্তুতন্ত্রকেই রক্ষা করেছে।

প্রসঙ্গত ১৯৭৩-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ব্যাঘ্র প্রকল্প শুরু করা হয়েছিল। সেই সময় চোরাশিকারের জেরে গোটা দেশে বাঘের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১ হাজার ৮০০ কিছু বেশি। প্রকল্পটি চালু হওয়ার ৩০ বছরেরও বেশি সময় পর ২০০৬ সালে একটি শুমারি অনুষ্ঠিত হয়। সেখানে বিপদ-ঘণ্টা বেজে উঠে। ঐ শুমারিতে দেখা যায় ভারতে বাঘের সংখ্যা ১৪১১ তে নেমে এসেছে। এরপরেই বাঘ সংরক্ষণে আরো কড়া অবস্থান নেয় ভারত।

প্রাথমিক পর্যায়ে বাঘের সংখ্যা বাড়াতে মোট ৯টি সংরক্ষিত বনাঞ্চলকে বেছে নেয়া হয়েছিল। ১৮ হাজার ২৭৮ বর্গ কিলোমিটার জঙ্গলে শুরু হয় বাঘ সংরক্ষণের কাজ। বর্তমানে গোটা ভারতে সংরক্ষিত বনাঞ্চলের সংখ্যা ৫৩। ৭৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে যা ছড়িয়ে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বর্তমানে বছরে ৬ শতাংশ হারে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিন হাজারের কাছাকাছি বাঘ রয়েছে গোটা দেশে। ভারত এখন বিশ্বের ৭০ শতাংশ বাঘের আবাসস্থল।

যদিও ভোটমুখী কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বাঘ সংরক্ষণ সাফল্যের সম্পূর্ণ কৃতিত্বের পুরোটাই মোদি একা নিতে চাইছেন বলে খোঁচা দিয়েছে কংগ্রেস।