মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩
পোস্ট ডেস্ক :
কেন্দ্রীয় সাগাইং এলাকায় আজ মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বিবিসি ও আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে বিবিসি জানিয়েছে, হামলায় তারা হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। অন্যদিকে আল-জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, মঙ্গলবারের হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য বাসিন্দারা জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। আল জাজিরার সাংবাদিক টনি চেং ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে জানিয়েছেন, আনুমানিক সকাল ৭ টা ৩৫ মিনিটে জেট দিয়ে এ হামলা চালানো হয়েছে। সাগাইং এলাকা-ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে।