ঋষি সুনাককে চিনতেই পারলেন না বাইডেন!

Published: 13 April 2023

পোস্ট ডেস্ক :


গুড ফ্রাইডে চুক্তি সইয়ের ২৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়ারল্যান্ডে চার দিনের সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলফাস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাইডেনকে স্বাগত জানান।

তবে দুই নেতার একটি ভিডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, বাইডেন কি সুনাককে চিনতে পারেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সুনাককে দূরে সরিয়ে দিয়ে এক সামরিক কর্মকর্তাকে স্যালুট করেন বাইডেন।

নেটিজেনরা এ ভিডিও শেয়ার করে অনেকে বলছেন, বাইডেনের এমন আচরণ কি ইচ্ছাকৃত? তবে কেউ কেউ বলছেন, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন বাইডেন, তাই হয়তো ভুলবশত এমনটা হয়েছে।

তবে পরবর্তীতে দেখা গেছে, উষ্ণ করমর্দন সেরেছেন দুই নেতা। সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন। বৈঠকেও বসেছেন তারা।