বাকিংহাম রাজপ্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে’র পথে রাজা তৃতীয় চার্লস

Published: 6 May 2023

পোস্ট ডেস্ক :


রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে অল্প সময়ের মধ্যে। এরই মধ্যে রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা বাকিংহাম রাজপ্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবের দিকে যাত্রা করেছেন। তাদেরকে বহন করে নিচ্ছে ডায়মন্ড জুবিলি স্টেট কোচ। তাদেরকে দেখতে সড়কের দু’পাশে বিপুল সংখ্যক বৃটিশ অবস্থান করছেন। তারা পতাকা দুলিয়ে, হর্ষধ্বনি দিয়ে রাজাকে স্বাগত জানাচ্ছেন। রাজাকে যাত্রা শুরুতে রয়েল স্যালুট দেয়া হয়।