শপথ নিলেন রাজা চার্লস

Published: 6 May 2023

পোস্ট ডেস্ক :


রাজ্যাভিষেকের শপথ নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তিনি এই শপথ নেন। এ সময় রাজা চার্লসকে এটা নিশ্চিত করতে আহ্বান জানানো হয় যে, তার ক্ষমতার সময়ে আইন এবং চার্চ অব ইংল্যান্ডকে সমুন্নত রাখবেন। জবাবে পবিত্র গসপেলের ওপর হাত রাখেন রাজা চার্লস। প্রতিশ্রুতি দেন শপথের প্রতিশ্রুতি রক্ষার। পরে এক্সেসন ডিক্লেয়ারেশন শপথ নেন তিনি। এতে রাজা চার্লস বলেন, তিনি ধর্মবিশ্বাসে একজন প্রটেস্ট্যান্ট। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের অনুষ্ঠান এখনও চলছে।