লোহিত সাগরে প্রমোদতরীতে আগুন

Published: 11 June 2023

পোস্ট ডেস্ক :


প্রমোদতরীতে ‘বৈদ্যুতিক ত্রুটি’ থেকে অগ্নিকাণ্ডে বৃটেনের কমপক্ষে তিনজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ওই নৌযানে করে ২৯ জন আরোহী ভ্রমণ করছিলেন। যানটির সব জায়গা আগুন ছড়িয়ে পড়ে। এতে ভয়াবহ এক দৃশ্যের অবতারণা হয়। বৈদ্যুতিক সার্কিটে ত্রুটির ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় ইঞ্জিনরুমে। তখনই সতর্কতা দেয়া হয়। দ্রুত ছুটে যান উদ্ধারকারীরা।

উদ্ধার করা হয় ২৬ আরোহীকে। তার মধ্যে ১২ জন বৃটিশ এবং ১৪ জন মিশরীয়। তারা কেউই আহত হননি এবং সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। ৬ই জুন পূর্বাঞ্চলীয় শহর মারশা আলমের পোর্ট গালিব ত্যাগ করে এই প্রমোদতরী।

রোববার এর পৌঁছার কথা ছিল।

একে বলা হচ্ছে ‘টর্নেডো মেরিন ফ্লিটের’ অন্যতম একটি ট্যুর। প্রতি ট্রিপের জন্য ১৫০০ পাইন্ডের মধ্যে যেকেউ এতে আরোহন করতে পারেন। বিনিময়ে তাদেরকে দেয়া হয় ‘লাক্সারি রেড সি লাইভএবরোডস’ অর্থাৎ লোহিত সাগরে সরাসরি বিলাসবহুল সমুদ্র যাত্রা।