গ্রিসে বোটডুবি: নিখোঁজ এখনও ৫০০ অভিবাসী

Published: 17 June 2023

পোস্ট ডেস্ক :


গ্রিস উপকূলে অভিবাসীবাহী বোটডুবিতে এখনও নিখোঁজ কমপক্ষে ৫০০ মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫০০ অভিবাসী। এর মধ্যে আছেন বহু সংখ্যক নারী ও শিশু। তিনি আরও বলেছেন, এই ভয়াবহতা এটাই তুলে ধরে যে, যারা পাচারের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। একই সাথে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা একটি মানবিক আবেদন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ বলেছে, যেকোন অনুসন্ধান ও উদ্ধার অভিযান হতে হবে প্রাণহানি রোধে। ওই বোটটি ৭৫০ জন অভিবাসীকে বহন করছিল। কিন্তু তা গ্রিসের পাইলোস থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। অভিযোগ আছে কোস্টগার্ডদের একটি রশির সাথে বোটটি আটকানো ছিল।
পরে বুধবার রাত দুইটার দিকে তা ডুবে যায়।