কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

Published: 1 July 2023

পোস্ট ডেস্ক :


কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সাআদ (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় সাআদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. সাআদ ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার মৃত মো. আহসান উল্লাহর ছেলে। কক্সবাজার সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের কর্মী বেলাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার শেহেরিন আলম জানান, শনিবার সকালে সাআদসহ কয়েকজন মিলে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা কলাতলী এলাকার মোরশেদা রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে ওঠেন।

দুপুরে সৈকতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।