প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সমর্থন করে বৃটেন: অ্যান মেরি ট্রেভেলিয়ান
পোস্ট ডেস্ক :

বাংলাদেশে বহুদলের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্বচ্ছ নির্বাচনের শক্তিশালী সমর্থক বৃটেন। জবাবদিহিতাকে সমর্থন করতে এই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। স্বচ্ছ এবং জবাবদিহিমুলক নির্বাচন নিশ্চিত করতে অর্থপূর্ণ পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা সরকারি এবং প্রাইভেটভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে বৃটেন।
একই সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী ও আইন প্রয়োগকারীদের সুশৃংখল আচরণ নিশ্চিত করতে বাংলাদেশের কাছে নিয়মিতভাবে এসব বিষয় তুলে ধরে বৃটেন, যাতে সব দল নিরাপদে সংগঠিত হতে এবং প্রচারণা চালাতে পারে। নিউ হোপ গ্লোবালের পক্ষ থেকে বৃটিশ প্রধানমন্ত্রীর কাছে ৯ই জুন বাংলাদেশের আসন্ন নির্বাচনে বৃটেনের অবস্থান জানতে চেয়ে একটি চিঠি লেখেন বৃটেনে অবস্থানরত মোহাম্মদ ফয়েজ উদ্দিন।
জবাবে এসব কথা বলেন, বৃটেনের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। ২৩শে জুন লেখা চিঠিতে তিনি বলেন, বাংলাদেশ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি এই জবাব দিচ্ছি। মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের বিষয়ে সরকারি পর্যায়ে এবং প্রাইভেটভাবে বাংলাদেশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবো।
মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক প্রতিশ্রুতির অধীনে বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ সব বন্দির সঙ্গে আচরণ করা হবে এমনটা প্রত্যাশা করি আমরা। খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস পাওয়ার চেষ্টা চালিয়ে যাব বাংলাদেশ সরকারের কাছ থেকে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে আমরা অবহিত।
বৃটেনে ভিসার জন্য সব আবেদনের প্রতিটি আলাদা আলাদা মেরিট অনুযায়ী, বৃটেনের ইমিগ্রেশন আইন ও নির্দেশনা অনুযায়ী বিবেচনা করা হয়। বিশেষ কোনো ঘটনা নিয়ে আমরা আলোচনা করি না। এসব উদ্বেগের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখবো এবং একটি স্থিতিশীল, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন থাকবে।