ইতিহাসের সর্বোচ্চ শস্য রপ্তানি করেছে রাশিয়া
পোস্ট ডেস্ক :
নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেই রেকর্ড পরিমাণ শস্য রপ্তানি করেছে রাশিয়া। ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে নিজের ইতিহাসের সবথেকে বেশি পরিমাণ শস্য বিক্রি করেছে দেশটি। শুক্রবার রুশ কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন, মূলত বন্ধু রাষ্ট্রগুলোই রাশিয়া থেকে শস্য আমদানি বাড়িয়ে দিয়েছে। যে কারণে নিষেধাজ্ঞায় কাবু না হয়ে, উল্টো রপ্তানি আরও বৃদ্ধি পেয়েছে রাশিয়ার।
এক রিপোর্টে আরটি জানিয়েছে, গত এক বছরে ৬০ মিলিয়ন টন শস্য রপ্তানি করেছে রাশিয়া। ইতিহাসে এর আগে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি দেশটি। শস্য রপ্তানি বৃদ্ধির ফলে রাশিয়ার সামগ্রিক রপ্তানি আয়ও বেড়েছে। শুধুমাত্র ২০২২ সালের ডিসেম্বর পর্যন্তই আন্তর্জাতিক বাজারে ৪১ বিলিয়ন ডলারের শস্য বিক্রি হয়েছে।
পাত্রুশেভ আরও জানান, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নিজের রপ্তানি গন্তব্য পরিবর্তন করেছে। যেসব দেশ পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করে না, সেসব দেশে শস্য রপ্তানি বাড়িয়েছে মস্কো। মোট রপ্তানির ৮৭ শতাংশই হয়েছে এসব ‘বন্ধুত্বপূর্ণ’ দেশে। রাশিয়া থেকে শস্য আমদানিতে প্রথম দিকেই রয়েছে বাংলাদেশ।
সব থেকে বেশি রুশ শস্য কিনেছে চীন। এরপরই রয়েছে তুরস্ক, মিশর, বাংলাদেশ, আলজেরিয়া ও পাকিস্তান।
গত মাসে পাত্রুশেভ বলেন, রাশিয়া তার বিদেশি সহযোগীদের সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর ইতিহাসের সবথেকে বেশি শস্য আবাদ করেছিল রাশিয়া। দেশটির কৃষকরা ১৫০ মিলিয়ন টনেরও বেশি শস্য উৎপাদন করে। এরমধ্যে ১০০ মিলিয়ন টন শুধু গমই উৎপাদিত হয়।