‘ভারসাম্যহীন’ সংবাদ প্রচার, আল-জাজিরাকে ফিলিস্তিনের হুমকি
পোস্ট ডেস্ক :
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে সাবধান করে দিয়ে চিঠি লিখেছে ফিলিস্তিন। চিঠিতে আল-জাজিরার বিরুদ্ধে ‘ভারসাম্যহীন’ সংবাদ প্রচারের অভিযোগ এনেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিশেষ করে সম্প্রতি জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানের সময় আল-জাজিরা যেভাবে খবর প্রচার করেছে, তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন ফিলিস্তিনের তথ্যমন্ত্রী নাবিল আবু-রুদাইনাহ।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, আল-জাজিরার সংবাদ প্রচারে পরিবর্তন না এলে ফিলিস্তিন গণমাধ্যমটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-জাজিরার হেডকোয়ার্টারে ওই চিঠি পাঠানো হয়েছে। এতে ফিলিস্তিনের তথ্যমন্ত্রীর স্বাক্ষর রয়েছে। তিনি একইসঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র হিসেবে কাজ করেন।
আরব কিছু গণমাধ্যমে ওই চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে তারিখের জায়গায় ৬ জুন লেখা থাকলেও ধারণা করা হচ্ছে, ভুল করে জুলাইয়ের স্থানে জুন লেখা হয়েছে। আল-জাজিরা সম্প্রতি কিছু ফিলিস্তিনির সাক্ষাৎকার প্রকাশ করে। এতে ওই ফিলিস্তিনিরা তাদের সরকার ও নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেন। এরপরই আল-জাজিরার ওপর চটেছে ফিলিস্তিন।