চিঠির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টকে পাঠানো হলো কাটা আঙুল!
পোস্ট ডেস্ক :
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ কাছে পাঠানো হয়েছে মানুষের আঙুলের খণ্ডাংশ । দেশটির প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদের ঠিকানায় পাঠানো একটি চিঠির সঙ্গে ওই খণ্ডাংশটি পাওয়া যায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কৌঁসুলিরা।
চলতি সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয়ের কর্মীরা বিভৎস এই ঘটনার মুখোমুখি হয়েছেন।
তারা এলিসি প্রাসাদের ঠিকানায় আসা একটি চিঠির সঙ্গে আঙুলের খণ্ডাংশ পেয়েছেন। ম্যাখোঁকে আঙুলের খণ্ডাংশ পাঠানোর খবর প্রথম সামনে আনে ভ্যালিউরস অ্যাক্টুয়েলেস ম্যাগাজিন একটি ফরাসি সাময়িকী। তাতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে চিঠির ভেতরে আঙুলের ওই খণ্ডাংশ খুঁজে পান সংশ্লিষ্ট এক সরকারি কর্মী। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার তদন্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, চিঠিটি যিনি পাঠিয়েছেন কাটা আঙুল তারই বলে ধারণা করা হচ্ছে। তিনি (চিঠির প্রেরক) মানসিক সমস্যায় ভুগছেন।
উল্লেখ্য, প্যারিসে এলিসি প্রাসাদের ঠিকানায় প্রত্যেক দিন এক হাজার থেকে দেড় হাজার চিঠি ও ই-মেইল আসে। প্রেসিডেন্ট ম্যাখোঁকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে নাগরিকরা তাদের চিন্তা-ভাবনা ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা জানান।
এলিসি প্রাসাদের ৭০ জনের কর্মীর একটি দল প্রত্যেক দিন এসব চিঠি নিয়ে কাজ করেন। জনগণের চিন্তাভাবনার বিষয়ে জানতে ম্যাখোঁ চিঠিগুলো পর্যবেক্ষণ করেন। অনেক সময় তিনি হাতে লিখে কারও কারও চিঠির জবাবও দেন। এদিকে আঙুলের খণ্ডাংশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।