মায়ামিতে তারার হাট

Published: 22 July 2023

পোস্ট ডেস্ক :


টিকিটের দামে আগুন। তারপরও তো একটি টিকিটের জন্য কত হাহাকার। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ‘অভিষেক’ ম্যাচের সাক্ষী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাদের। সেখান থেকে সৌভাগ্যবান দর্শকরা সুযোগ পেয়েছেন লিওনেল মেসির ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ দেখার। সাধারণ দর্শক তো বটেই, মায়ামির স্টেডিয়ামের গ্যালারিতে বসেছিল তারার হাট।

আজ (শনিবার) বাংলাদেশ সময় সকালে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে মেসির। লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সিতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লেখানোর পর থেকে আর ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সিতে দেখা যায়নি তাকে।

 

চিরচেনা জার্সিতে মেসি ফিরেছেন সেই পুরনো ছন্দ নিয়েই। শেষ মুহূর্তে দুর্দান্ত গোল করে অভিষেক রাঙিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। আর এই গোলেই আবার নাটকীয় জয় পেয়েছে মায়ামি। অর্থাৎ, দর্শকদের আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছেন মেসি।

স্মরণীয় এই ম্যাচে ক্রীড়াঙ্গনের বড় তারকাদের সঙ্গে বিনোদন জগতের অনেকেই উপস্থিত ছিলেন। মেসির মায়ামি অভিষেকে গ্যালারিতে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান।

মেসির অভিষেক দেখতে এসেছিলেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে তার কথাও হয়েছে। শুধু কী তাই। ফুটবল কিংবদন্তি মেসিকে বাস্কেটবল কিংবদন্তি লেব্রনের জড়িয়ে ধরার ছবি তো ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে!

টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসও এসেছিলেন। ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর আগমন মেসির অভিষেক ম্যাচে যোগ করেছে বাড়তি রঙ। আর তাদের সঙ্গে অবশ্যই গ্যালারিতে ছিলেন ডেভিড বেকহাম। থাকারই কথা। ইন্টার মায়ামির অন্যতম মালিক ও সভাপতি যে তিনিই।

মেসির কয়েকজন সাবেক সতীর্থও ছিলেন গ্যালারিতে। যার মধ্যে অন্যতম সের্হিয়ো আগুয়েরো ও ম্যাক্সি রোদ্রিগেস।