বিচারপতিকে ‘মাইলর্ড’ বলতে বারণ

Published: 25 July 2023

পোস্ট ডেস্ক :

আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে মাইলর্ড বা লর্ডশিপ বলতে মানা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। মঙ্গলবার সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে কোর্ট কক্ষের বাইরে এই নোটিশ টানাতে নির্দেশ দিয়েছেন।

ওই বেঞ্চে উপস্থিত থাকা আইনজীবী জামিউল হক ফয়সাল এই তথ্য নিশ্চিত করে বলেন, আজকে থেকে মাইলর্ড/ লর্ডশিপ বলতে মানা করেছেন মাননীয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মাননীয় বিচারপতি একেএম জহিরুল হক মহোদয়ের বেঞ্চ। এ সময় বিচারপতি বলেন, দাসত্বের সময় নাই, প্রভুরা চলে গেছে।