মহাসমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি নেতার মৃত্যু

Published: 28 July 2023

পোস্ট ডেস্ক :


রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশে মিছিল নিয়ে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন। আজ দুপুরে মতিঝিলের বিআরটিসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে মিছিল নিয়ে মহাসমাবেশে অংশ নেন মাহমুদ হোসেন। মিছিল নয়াপল্টনে যাওয়ার পথে মতিঝিলের বিআরটিসি ভবনের সামনে আকস্মিক মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।